নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ফের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রবিবার নিজের বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ৩১ শতাংশ ভোট পেয়ে ৬৯ শতাংশ মানুষকে রাষ্ট্র বিরোধী তকমা দিচ্ছে এই সরকার। তাতে বোঝাই যাচ্ছে এই সরকারের ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌঁছেছে।নোট বাতিল নিয়েও এদিন ফের সরব হন অমর্ত্য সেন।
দিল্লির রামজাস কলেজে এবিভিপির হামলার তীব্র নিন্দা করেন তিনি। তাঁর অভিযোগ শাসক দলের ছাত্র সংগঠন অগণতান্ত্রিক আচরণ করছে। তাঁর অভিযোগ, ‘যেভাবে জেএনইউ–র ছাত্রদের রাষ্ট্র বিরোধী তকমা দিচ্ছে সরকার তা তাঁদের ঔদ্ধত্য ছাড়া আর কিছুই নয়। ৩১ শতাংশ ভোট পেয়ে ৬৯ শতাংশ মানুষকে রাষ্ট্র বিরোধী তকমা দিচ্ছে এই সরকার। তাতে বোঝাই যাচ্ছে এই সরকারের ঔদ্ধত্য কোন পর্যায়ে পৌঁছেছে।’
নোট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধুমাত্র মহারাষ্ট্রের পুরনির্বাচনের সাফল্য দেখলেই পুরোটা বিচার করা যায় না, বিমূদ্রাকরণ দেশে করতা প্রভাব ফেলেছে তার বিচার সময় সাপেক্ষ।’ তাঁর মতে, ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে ভাবনাচিন্তা করা উচিত সরকারের। এটাই দেশের অর্থনৈতিক মান স্থির করে।’