মথুরা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): পুনরায় লাইনচু্যত হল ভারতীয় রেল| বৃহস্পতিবার গভীর রাতে মথুরার বাদ স্টেশনের কাছে লাইনচু্যত হয়ে যায় মালগাড়ির ৪টি বগি| রেল সূত্রের খবর, নাগপুর থেকে ভুট্টা নিয়ে রুদ্রপ্রয়াগ যাচ্ছিল মালগাড়িটি| বৃহস্পতিবার গভীর রাতে মথুরার বাদ স্টেশনের কাছে মালগাড়ির ৪টি বগি আচমকা লাইনচু্যত হয়ে যায়| এই ঘটনার জেরে রেল পরিষেবায় কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন পদস্থ রেল আধিকারিক ডি কে সিং| কী কারণে মালগাড়িটি লাইনচু্যত হল তা খতিয়ে দেখা হচ্ছে|
2017-02-24