নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ ফেব্রুয়ারী৷৷ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আগরতলা- সাব্রুম জাতীয় সড়ক নির্মাণের দায়িত্ব পেল কেএমসি কর্তৃপক্ষ৷ তবে গত ১৭ ফেব্রুয়ারী জাগরণ পত্রিকায় প্রকাশিত হয়েছিল চড়িলামে রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ৷ শেষ পর্যন্ত পরিমল চৌমুহনীস্থিত জাতীয় সড়কের নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে৷ রাস্তা খুড়ে ফের নতুনভাবে সংস্কার করছে দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা কেএমসি৷ জাতীয় সড়কের কিছু কিছু জায়গা খানাখন্দের সৃষ্টি হয়েছিল৷ তাতে যান চলাচল ব্যহত হচ্ছিল৷ তবে বুধবার সন্ধ্যা ছয়টায় পুনরায় অত্যাধুনিক পদ্ধতিতে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে নির্মাণ সংস্থাটি৷ খবরের জেরে রাস্তা সংস্কারের উদ্যোগ গৃহীত হওয়ায় জাগরণ পত্রিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ৷
2017-02-23