কোহিমা (নাগাল্যান্ড), ১৯ ফেব্রুয়ারি, (হি.স.) : নাগাল্যান্ডের মন জেলার নামসাইয়ে আলফা (স্বাধীন)-এর এক লিংকম্যানকেআটক করার পর রাজ্যের পেরেন থেকে আটক করা হয়েছে এনএসসিএন (কে)-এর এক ক্যাডারকে। ধৃতের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড সক্রিয় গুলি-সহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে সেনা।
উল্লেখ্য, এর আগে রবিবার সকালে রাজ্যের মন জেলার নামসাইতে সেনাবাহিনীর ৬৩ ফিল্ড রেজিমেন্ডের অভিযানে আটক হয়েছে আলফা (স্বাধীন)-এর লিংকম্যান টিংথাপ কন্যাক।
2017-02-19