নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ প্রশাসনের মধ্যস্থতায় গন্ডাছড়া মহকুমা বন্ধ প্রত্যাহার করে নিয়েছে যুব আইপিএফটি৷ এদিন গন্ডাছড়ার ডাকবাংলোতে আয়োজিত বৈঠকে প্রশাসনের তরফে আইপিএফটিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গত ৮ ফেব্রুয়ারি এডিসি এলাকা বন্ধে যারা তাদের উপর আক্রমণ করেছিল পুলিশ আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা নেবে৷ এই প্রতিশ্রুতির ভিত্তিতে দুপুর দুটো নাগাদ গন্ডাছড়া মহকুমা বন্ধ প্রত্যাহার করে নেয় যুব আইপিএফটি৷
গতকাল থেকে ৪৮ ঘন্টার বন্ধে সামিল হয় আইপিএফটি৷ এই বন্ধকে ঘিরে গতকাল পরিস্থিতি থমথমে ছিল৷ অপ্রীতিকর কোন ঘটনা না ঘটলেও জনজীবন পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল৷ নিরাপত্তার লক্ষ্যে বিরাট পুলিশ ও টিএসআর বাহিনী গন্ডাছড়া মহকুমা জুড়ে মোতায়েন করা হয়েছিল৷ গতকাল আইপিএফটি নেতৃবৃন্দের সাথে প্রশাসন বৈঠক করে বন্ধ প্রত্যাহারের আর্জি জানিয়েছিল৷ কিন্তু দাবি পূরণ না হলে বন্ধ প্রত্যাহার হবেনা, ফলে গতকালের বৈঠক নিষ্ফলা ছিল৷ আজ সকালে ফের আইজিপি আইনশৃঙ্খলা কে ভি শ্রীজেশ, ধলাই জেলাশাসক বিকাশ সিং, গন্ডাছড়া মহকুমা শাসক এবং প্রশাসনের অন্য আধিকারিকরা গন্ডাছড়া ডাকবাংলোতে আইপিএফটি নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন৷ ঐ বৈঠকে পাহাড় বন্ধ চলাকালীন হামলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়৷ এরই ভিত্তিতে এদিন বন্ধ প্রত্যাহার করা হয়৷ তবে, বন্ধ প্রত্যাহৃত হলেও গন্ডাছড়া মহকুমায় আগামীকাল পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে৷
2017-02-18