জয়পুর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): রাজস্থানের ঝুনঝুনু জেলায় প্রাইভেট গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন| দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন| মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৱুধবার গভীর রাতে| দুর্ঘটনায় মৃতদের নাম হল রাহুল জাঙ্গিদ (১৭), কৃষণ কান্ত (২১), মুকেশ রেওয়াল (২৮), সন্দীপ জাঙ্গিদ (২২) এবং সন্দী মীল (২২)| গুরুতর আহত অবস্থায় ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
তদন্তকারী অফিসার যোগেন্দ্র সিং জানিয়েছেন, ৱুধবার গভীর রাতে সুরজগড় থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তাঁরা| পথেই ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়| ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন| ট্রাকের চালক হরেন্দ্র কুমারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে|
2017-02-17