বিধানসভা অধিবেশন শুরু ১৭ই, রাজ্যের বাজেট পেশ ২০শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে৷ প্রথা অনুযায়ী ইংরেজি বছরের প্রথম বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে৷ আগামী ২০ ফেব্রুয়ারি বিধানসভায় ২০১৭-১৮ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ বাজেট অধিবেশন চলবে ১৫ মার্চ পর্যন্ত৷ সব মিলিয়ে মোট ৯দিন বিধানসভা অধিবেশন বসবে৷ বুধবার বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক শেষে এই সংবাদ জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷

এদিন তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ শেষে ১৫ মিনিট বিরতির পর শুরু হবে প্রশ্ণোত্তর পর্ব৷ ঐদিনই ২০১৬-১৭ অর্থবর্ষের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব বিধানসভায় পেশ হবে৷ সেদিন থেকেই রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা শুরু হবে৷ এদিন তিনি জানান প্রথম ধাপে বিধানসভা অধিবেশন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে৷ ১৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ এবং ২০ ফেব্রুয়ারি বাজেট পেশের পর ২১, ২২, ২৩, ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি অধিবেশন চলবে৷ বাজেট অধিবেশনে দুটি সংশোধনী বিল আনা হবে৷ লোকায়ুক্ত তৃতীয় সংশোধনী এবং ত্রিপুরা এক্সাইজ দ্বিতীয় সংশোধনী বিল পেশ হবে ২২ ফেব্রুয়ারি৷ এদিকে, ঐদিনই ২০১৬-১৭ অর্থবর্ষের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাবের ওপর আলোচনা, ভোটাভুটি এবং পাশ হবে৷ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যপালের ভাষণের উপর আলোচনার পর বাজেট নিয়ে আলোচনা হবে৷ এরপর ১৪ এবং ১৫ মার্চ অধিবেশন অনুষ্ঠিত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *