কাৱুল, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : আফগানিস্তানের বিরুদ্ধে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবোয়ে | ঘরের মাঠে পাঁচ ম্যােচর ওয়ানডে সিরিজে জন্য জাতীয় দলে ঠাঁই পেয়েছেন এখনও কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা বাঁহাতি পেসার রিচার্ড এনগ্রাভা | এছাড়া কার্ল মামবাকেও দলে অন্তর্ভূক্ত করা হয়েছে|
গত সপ্তাহেই ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল| তবে দেশটির ঘরোয়া লিগের পর যুক্ত করা হলো এ দুজনকে| আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিরিজটি চলবে ১১ দিনব্যাপী| প্রতিটি ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে|
জিম্বাবোয়ে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), পিটার মুর (উইকেটরক্ষক), রায়ান ব্রুল, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, এলটন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ডোনাল্ড ট্রিপানো, টেন্দাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু, নাথান ওয়ালার, ক্রেইগ আরভিন, সলোমন মিরে, কার্ল মামবা ও রিচার্ড এনগ্রাভা|
2017-02-15