ইসরোর মুকুটে নতুন পালক, একসঙ্গে মহাকাশে উত্ক্ষেপণ ১০৪টি স্যাটেলাইট

শ্রীহরিকোটা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি-সি৩৭-এ চড়ে মহাকাশে পেঁৗছে গেল ১০৪টি স্যাটেলাইট| ১০৪টি স্যাটেলাইটের মধ্যে রয়েছে ভারতের ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’, কার্টোস্যাট-২ সিরিজ এবং ১০১টি বিদেশি ন্যানো স্যাটেলাইট| ৱুধবার সকাল ৯.২৮ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিল পিএসএলভি-সি৩৭| বিশ্বের মধ্যে ভারতই প্রথম দেশ, যারা এই কৃতিত্ব অর্জন করল| ইসরো-র এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ইসরো-র মুকুটে নতুন পালকের সংযোজন হওয়ার পরই টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘এই মুহূর্ত গর্ব করার’|
এখনও পর‌্যন্ত ইসরো যতগুলি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) মহাকাশে পাঠিয়েছে তার মধ্যে এদিনেরটাই ছিল সবচেয়ে ভারী| ৩২০ টন ওজন রয়েছে এই রকেটের| এটি উচ্চতায় ছিল ৪৪.৪ মিটার| এদিন পিএসএলভি-সি৩৭-এ চেপে মহাকাশে পাড়ি দিয়েছে আমেরিকার ৯৬টি স্যাটেলাইট| এছাড়াও ছিল ইজরায়েল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরশাহী ও সু্যইত্াজারল্যান্ডের ন্যানো স্যাটেলাইট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *