নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ রাজ্যভাগের দাবি রাজ্যবাসী সমর্থন করেননা৷ এমনকি আইপিএফটি’র ডাকা বনধ রাজ্যবাসী সমর্থন করেননি৷ ভয়ভীতির কারণেই গত ৮ ফেব্রুয়ারি পাহাড় বনধে জনগণ বাড়িঘর থেকে বেরিয়ে আসেননি৷ এই দাবি করে উপজাতি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দেববর্মা জানান, রাজ্যবাসীর কাছে আগামী ২৫ ফেব্রুয়ারি সংগঠনের তিনদিনব্যাপী সম্মেলন থেকে আহ্বান জানানো হবে, রাজ্যভাগের চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য৷
এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, আগামী ২৫ ফেব্রুয়ারি অমরপুর টাউন হলে সংগঠনের তিনদিনব্যাপী সম্মেলনের সূচনা হবে৷ সে উপলক্ষ্যে ঐদিন অমরপুর মহকুমায় একটি র্যালি সংগঠিত হবে৷ তিনি জানান, এই সম্মেলনে ৫২০ জন প্রতিনিধি সারা রাজ্য থেকে অংশ নেবেন৷ সম্মেলনের সূচনার দিন অমরপুর মহকুমার চন্ডীবাড়ি মাঠে জনসমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন৷ এছাড়া ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডা বিক্রম সিনহা এবং উপজাতি ছাত্র ইউনিয়নের সভাপতি বিশ্ব কলই এই সম্মেলনে সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ আগামী ১৬ ফেব্রুয়ারি ৪৮ ঘন্টার গন্ডাছড়া মহকুমা বনধের ডাক দিয়েছে আইপিএফটি যুব সংগঠন৷ ঐ বনধ তাদের সম্মেলনে প্রভাব ফেলবে কিনা প্রশ্ণের জবাবে টিএসইউ’র সাধারণ সম্পাদক স্পষ্ট জানান, রাজ্যভাগ এবং এই দাবিদারদের বনধ রাজ্যবাসী সমর্থন করেননা৷ তিনি বলেন, গত ৮ ফেব্রুয়ারি এডিসি এলাকা বনধ জনগণ সমর্থন করেননি৷ কেবল ভয়ভীতির কারণে বাড়ি থেকে বের হননি৷ ১৬ তারিখ থেকে ৪৮ ঘন্টার গন্ডাছড়া মহকুমা বনধও জনগণ সমর্থন করবেন না৷ তিনি নিশ্চিত ঐ বন্ধ তাদের সংগঠনের সম্মেলনে কোন প্রভাব পড়বে না৷ বরং সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যবাসীকে রাজ্যভাগের চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক করা হবে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হবে৷
2017-02-14