জয়পুরে প্রাইভেট গাড়ি ও বাসের সংঘর্ষ, মৃত ২

জয়পুর, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): জয়পুরের সঞ্জানের এলাকায় প্রাইভেট গাড়ি ও বাসের সংঘর্ষে প্রাণ হারালেন গাড়ির চালক সহ মোট ২ জন| দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন| তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার সকালে সঞ্জানের এলাকায় প্রাইভেট গাড়ি ও বাসের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ির চালক দেবী লাল (২৮) এবং সীতা দেবী (৫৫) নামে এক মহিলা| আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই সুযোগ ৱুঝে পালিয়ে যায় ঘাতক বাসের চালক| বাসটিকে আটক করা হয়েছে| চালকের খোঁজে তদন্ত শুরু হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *