পুলিশ প্রধানের বাড়ির সামনে ছিনতাই হতেই তৎপরতা, ধরা পড়ল দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ পরপর দুটি ছিনতাইয়ের ঘটনায় রবিবার এনসিসি থানার পুলিশ দুই

ধৃত দুই ছিনতাইবাজকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলনে কৃতিত্ব জাহির৷ ছবি নিজস্ব৷

ছিনতাইবাজকে আটক করতে সক্ষম হয়েছে৷ এদিন, পশ্চিম জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন, শুক্রবার পুলিশ মহানির্দেশকের বাড়ির সামনে এবং গতকাল ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত হিরন্ময় দেববর্মা (২২) এবং শ্যামলাল দেববর্মা (২৪)ওরফে জাপানকে টিআর০১-টি- ৭৮৪৬ নম্বরের বাইক সমেত আটক করা হয়েছে৷ বাইকটি ছিনতাই কাজে ব্যবহৃত হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন৷ তিনি আরো জানান, তাদের কাছ থেকে দুটি মোবাইল, দুটি এটিএম কার্ড ও দুটি টাকার ব্যাগ পাওয়া গেছে৷ যে মহিলার স্বর্ণের চেইন ছিনতাই হয়েছিল তা উদ্ধারে তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷ ধারণা করা হচ্ছে, তাদের কাছ থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করা সম্ভব হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *