নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ ফেব্রুয়ারি৷৷ ১১ দফা দাবি নিয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেস আগামী ২৩ শে ফেব্রুয়ারি রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলনে বিক্ষোভ সমাবেশে সামিল হচ্ছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণের সামনে৷ রবিবার সকাল থেকে চড়িলাম তৃণমূল কংগ্রেস কর্মীরা খুব উৎসাহের সঙ্গে ফ্ল্যাগ, ফেস্টুন সুসজ্জিত করে আগামী ২৩ ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলনের কর্মসূচীর এক প্রস্তুতি স ভার আয়োজন করেছে৷ এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ সিপাহিজলা জেলার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, যুব নেতা গোপীনাথ সাহা, মহকুমা ও ব্লক স্তরের দায়িত্বপ্রাপ্ত সভাপতিগণ৷
২৩ ফেব্রুয়ারি ১১ দফা দাবি নিয়ে রাজ্যে বর্তমান দুর্বিষহ পরিস্থিরি মধ্য দিয়ে সকলকে দিন কাটাতে হচ্ছে৷ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কমিটি ১১ দফা দাবিগুলির ভিত্তিতে সমগ্র রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলনে সামিল হবে৷ তৃণমূল নেতা আশিষ কুমার সাহা বলেন রোজভ্যালি সহ রাজ্যের চিটফান্ড সংস্থাগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে, মা বোনের ইজ্জত রক্ষায় ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তথা মানিক সরকার৷ সরকারি শূন্যপদে পূরণে দলবাজি বন্ধ করা, রেগা, প্রধানমন্ত্রী আবাসন যোজনা সহ কেন্দ্রীয়প্রকল্পে নিয়োজিত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা, রাজ্যে ওবিসি সম্প্রদায়ের লোকদের জনসংখ্যা ভিত্তিক সংরক্ষণ, ব্যবস্তা করা এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ফলশ্রুতিতে বাস্তুচ্যুতদের আর্থিক ক্ষতিপূরণ সহ পূনর্বাসনের ব্যবস্তা করা৷ তাছাড়া বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলনে আনুমানিক ২৫ হাজার তৃণমূল কর্মী সমর্থক নিয়ে আগরতলায় সামিল হবেন৷
2017-02-13