হায়দরাবাদ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চারটি টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান ও স্বদেশী রাহুল দ্রাবিড়কে। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে কোহলির ২০৪ রানের অনবদ্য ইনিংসটি সাজানো আছে ২৪টি চারের সমাহারে।
গতকাল ১১১ রান করে অপরাজিত ছিলেন বিরাট। আজ শুক্রবার দিনের শুরু থেকেই নিজের মেজাজে ব্যাট করতে শুরু করেন। চারদিকে স্ট্রোকের ফুলঝুরি। হায়দারবাদের স্টেডিয়ামে কোহলি…কোহলি চিৎকার । তারইমাঝে একবার ১৮০ রানের মাথায় মেহদি হাসানের বলে অ্যাম্পায়ার তাঁকে লেগ বিফোর আউট দিলেন। স্টেডিয়ামে হঠাৎ নিশ্চুপ। ডিআরএস নিলেন বিরাট। দেখা গেল বল লেগ স্ট্যাম্পের বাইরে যাচ্ছিল। অ্যাম্পায়ার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন। তারপর আর পিছন ফিরে তাকাননি ভারতীয় অধিনায়ক। নিজের চতুর্থ দ্বিশতরান পূর্ণ করেন। ২০৪ রানের মাথায় তাইজুল ইসলামের বলে এলবিডব্লুর হন কোহলি।
সেইসঙ্গে গত সাত মাসে এই নিয়ে চারবার ডাবল সেঞ্চুরি করলেন তিনি। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ডাবল সেঞ্চুরি করেন কোহলি। এবার বাংলদেশ সিরিজের একমাত্র টেস্টেও ডাবল সেঞ্চুরি করায় পরপর চারটি সিরিজেই দ্বিশতরান করার কৃতিত্বের অধিকারী হলেন কোহলি। টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। তাঁর আগে ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড় পর পর তিনটি সিরিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন।
2017-02-10