নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ রাজ্য সরকার রাজধানী আগরতলায় বিভিন্ন স্থানে অবৈধ দখলদারের উচ্ছেদ
![মেলারমাঠ এলাকায় অবৈধ দখলদার মুক্ত করতে যান সদরের এসডিএম৷ ছবি নিজস্ব৷](https://jagarantripura.com/wp-content/uploads/2017/02/SDM-300x201.jpg)
করার প্রক্রিয়া শুরু করেছে৷ মহকুমা শাসক এস চৌধুরীর নেতৃত্বে রাজ্য প্রশাসনের একটি দল বৃহস্পতিবার রাজধানীর প্রাণকেন্দ্র মেলারমাঠ থেকে এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে৷ সব অবৈধ ঘর দোকান ও অন্যান্য সম্পত্তি তুলে নিয়ে এলাকা মুক্ত করে দেওয়া হয়েছে৷ যদিও স্থানীয় কিছু মানুষ রোগের বহিঃপ্রকাশ ঘটান, কিন্তু তাদের কিছুই করার ছিল না৷ কারণ সরকারি ভূমির উপর বসতি এবং অন্যান্য নির্মাণকার্য বন্ধ করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল৷ দখল মুক্ত সরকারি জমি এখন অন্য উন্নয়নমূলক কাজ-এ ব্যবহৃত হবে জানিয়েছেন মহকুমা শাসক এর চৌধুরী৷