নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ জাতীয় স্তরে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করলেও এডিসি এলাকায়
![আগরতলায় ফোরামের সাংবাদিক সম্মেলন৷ নিজস্ব ছবি৷](https://jagarantripura.com/wp-content/uploads/2017/02/forum-300x201.jpg)
বন্ধকে ঘিরে সিপিএম’র দ্বিচারিতা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন আইপিএফটি সভাপতি তথা তিন দলীয় ফোরামের কনভেনার এনসি দেববর্মা৷ বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে শ্রী দেববর্মা দাবি করেন, এডিসি এলাকায় স্বতঃস্ফুর্তভাবে বন্ধ পালিত হয়েছে৷ কিন্তু শাসক দল সমর্থিতদের হামলায় ফোরামের বহু কর্মী সমর্থক আহত হয়েছেন৷ এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ ফোরামের যুগ্ম কনভেনার জগদীশ দেববর্মা দাবি করেন, শাসক দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে৷ তিনি স্পষ্ট জানান, এই আন্দোলন শাসক দলের বিরুদ্ধে নয়৷ কেন্দ্রের বিরুদ্ধেই প্রতিবাদে বন্ধ পালিত হয়েছে৷ কিন্তু শাসক দলের প্ররোচনায় বন্ধে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন৷ এনসিটির সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মা দাবি করে বলেন, সিপিএম এই ফোরামকে দুর্বল করে দিতে আরো অনেক চক্রান্ত করার চেষ্টা করবে৷ কিন্তু সমস্ত চক্রান্ত শক্ত হাতে মোকাবিলা করা হবে৷ এদিন ফোরমের তরফে দাবি করা হয়, বন্ধে সংঘর্ষে তাদের প্রায় শতাধিক সমর্থক আহত হয়েছেন৷
বন্ধ চলাকালীন হামলা হুজ্জুতি অভিযোগ ফোরাম খারিজ করে দিয়েছে৷ তাদের বক্তব্য, শাসক দলের সমর্থকরাই বন্ধ সমর্থকদের উপর হামলা চালিয়েছে৷ এনসি দেববর্মা জানান, শাসক সমর্থিতদের হামলায় সাব্রুমে যুব আইপিএফটি সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা সহ পাঁচজন আহত হয়েছেন৷ ধনঞ্জয় ত্রিপুরা আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি হয়েছেন৷ মনু ঘাটে বন্ধ শান্তিপূর্ণ হলেও বুধূ কুমার দেববর্মা এবং আইএনপিটি সাধারণ সম্পাদক রতিশ ত্রিপুরা আক্রমণের শিকার হয়েছেন৷ রতিশ ত্রিপুরা হাসপাতালে ভর্তি আছেন৷ ৮৪ মাইলে বাইক নিয়ে পিকেটিং করার সময় দশটি বাইকে ভাঙচুর চালানো হয়েছে৷ তাতে, সাতজন আহত হয়েছেন৷ এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন৷ এনসি বাবু জানান, গন্ডাছড়ায় সবচেয়ে বড় সংঘর্ষ হয়েছে৷ সেখানে সিপিএম সমর্থকদের আক্রমণে ১৪ জন আহত হয়েছেন৷ এদের মধ্যে চারজন জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন৷ সোনামুড়া ও মেলাঘরে পিকেটারদের গ্রেপ্তার করা হলেও সন্ধ্যা হয়ে গেলেও তাদের মুক্তি দেওয়া হয়নি৷
এদিন, এনসি দেববর্মা জানিয়েছেন, সাব্রুমের রূপাইছড়িতে পাঁচজন বন্ধ সমর্থক আহত হয়েছেন৷ তাদের মধ্যে দুজনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তিনি দাবি করেন, এদিনের এডিসি এলাকা বন্ধ ১০০ শতাংশ সফল হয়েছে৷ শাসক দলের উপজাতি সংগঠন গণমুক্তি পরিষদ বিভিন্ন স্থানে হামলা হুজ্জুতি চালালেও বন্ধ সমর্থকরা তাতে ভিত সন্ত্রস্ত্র হয়ে পড়েননি৷ তিনি বলেন, সিপিএম ফোরামের আন্দোলন থামাতে নানাভাবে চক্রান্ত করবে৷ কিন্তু সমস্ত চক্রান্ত ফোরাম শক্ত হাতে মোকাবেলা করবে বলে তিনি জোর গলায় বলেন৷
এদিকে, ফোরামের যুগ্ম কনভেনার তথা আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বন্ধকে ঘিরে সংঘর্ষের কারণে দুঃখ প্রকাশ করে বলেন, এখনো রাজ্যে বন্ধ রাজনীতি বন্ধ হয়নি৷ শাসক দল কেন্দ্রের বিরুদ্ধে এই আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে৷ কিন্তু তিনি স্পষ্ট করে দিয়ে বলেন, এই বন্ধ শাসক দলের বিরুদ্ধে ছিল না৷ কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতেই বন্ধ পালন করা হয়েছে৷ অথচ শাসক দল প্ররোচনার মাধ্যমে বন্ধের পরিবেশ বিষিয়ে তুলেছে বলে তিনি অভিযোগ করেন৷ পাশাপাশি জোর গলায় দাবি করেন, বামপন্থীদের এই ধরনের রাজনীতি আগামীদিনে কোনভাবেই বরদাস্ত করা হবে না৷