ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হচ্ছেন অভিলাষা কুমারি

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা হাইকোর্টের নতুন মুখ্যবিচারপতি হচ্ছেন জাস্টিস শ্রীমতি অভিলাষা কুমারি৷ বর্তমান মুখ্যবিচারপতি টি ভাইপেই হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্যবিচারপতি হিসেবে বদলি হয়েছেন৷
সারা দেশেই সুপ্রিমকোর্ট বিভিন্ন উচ্চ আদালতের মুখ্য বিচারপতিদের রদবদল করেছে৷ গুজরাট হাইকোর্টে বিচারপতি অভিলাষা কুমারিকে ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি হিসেবে বদলি করা হয়েছে৷ একই ভাবে ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি টি ভাইপেইকে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাইকোর্টে বদলি করা হয়েছে৷ প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের কাছে মঙ্গলবার দুপুরেই এই খবর পৌঁছেছে৷ মহিলা বিচারপতি হিসেবে জাস্টিস অভিলাষা কুমারির দেশের বিচারব্যবস্থায় বিশেষ পরিচিতি রয়েছে৷ তিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের কন্যা৷ তিনি হিমাচল প্রদেশের সিমলা লোরেটো কনভেন্ট তারার হল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন৷ পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইন্দ্রপ্রস্থ কলেজ থেকে ইংরেজিতে বি এ অনার্স পাশ করেন৷ তারপর হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে তিনি উকালতির ডিগ্রি অর্জন করেন৷ ১৯৮৪ সালের ২৬ মার্চ তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন৷ ২০০৫ সালের ২ ডিসেম্বর হিমাচল প্রদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে তাঁর নিযুক্তি হয়৷ গুজরাট হাইকোর্টে বদলি হওয়ার পর তিনি ২০০৬ সালের ৯ জানুয়ারি অতিরিক্ত বিচারপতির দায়িত্বে অধিষ্ঠিত হন এবং ঐ বছরের ২৫ সেপ্ঢেম্বর তিনি গুজরাট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন৷ জাস্টিস অভিলাষা কুমারি ত্রিপুরা হাইকোর্টের তৃতীয় মুখ্যবিচারপতি হচ্ছেন৷ জাস্টিস দীপক কুমার গুপ্তা ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রথম মুখ্যবিচারপতি৷ ২০১৩ সালের ২৩ মার্চ ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠা হওয়ার পর তিনি শপথ গ্রহণ করেছিলেন৷ ২০১৬ সালের ১৬ মে পর্যন্ত ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি হিসেবে তাঁর মেয়াদ ছিল৷ বর্তমান মুখ্যবিচারপতি টি ভাইপেই ২০১৬ সালের ১৬ মে অ্যাক্টিং মুখ্যবিচারপতি হিসেবে শপথ নেন৷ এরপর ঐ বছরের ২১ সেপ্ঢেম্বর তিনি স্থায়ী মুখ্যবিচারপতি হিসেবে শপথ নেন৷ মঙ্গলবার বর্তমান মুখ্যবিচারপতি ঘনিষ্ঠ মহলে তাঁর বদলির বিষয়ে জানিয়েছেন৷ জাস্টিস অভিলাষা কুমারী শীঘ্রই রাজ্যে আসবেন এবং ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি হিসেবে শপথ নেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *