নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : রাজধানীতে নয়া দু’হাজার টাকার নোটে এককোটি টাকাসহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ| শনিবার রাজধানীতে একটি বাসে রুটিন তল্লাশি চালানোর সময় এক কর্তব্যরত পুলিশ কনস্টেবল বিপুল পরিমাণ টাকাসহ দুজনকে গ্রেফতার করে| পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অশোক ও রমজান|
এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাসটি তল্লাশির জন্য কর্তব্যরত কনস্টেবল বাসকে দঁাড় করায়| অভিযুক্তরা বাসেই বসে ছিল| দুজনের কাছ থেকে দু’হাজার টাকার নোটে ৫০ লক্ষ টাকা করে পাওয়া যায়| ধরা পড়ার ভয়ে ওই পুলিশকর্মীকে ঘুষও দিতে চায় অভিযুক্তরা| কিন্তু নিজের কর্তব্যে অনড় ওই পুলিশকর্মী গোটা ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান| গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|