আমেদাবাদ, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : গোধরা পরবর্তী সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ২৮ জনকেই মুক্তি দিল আদালত| উপযুক্ত প্রমাণের অভাবেই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে বলে কলোল কোর্ট সূত্রে জানা গিয়েছে|
২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি গুজরাটের গান্ধীনগরের কলোল তালুকার পলিয়াদ গ্রামে মুসলমান ধর্মাবলম্বীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে| সংখ্যালঘু ওই মানুষদের ঘড়বাড়ি ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল ওই ২৮ জনের বিরুদ্ধে| এমন হিংসাত্মক ঘটানোর পাশাপাশি একটি ধর্মস্থানেও হামলা চালানোর অভিযোগ ওঠে ২৫০ জনের বিরুদ্ধে| পরবর্তীকালে এদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ| কিন্তু গত ৩১ জানুয়ারি কলোলের অতিরিক্ত জেলা বিচারপতি বি ডি পটেল তাঁর রায়ে বলেন, সাক্ষীরা আদালতে বলেছেন, হিংসার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পারছেন না| প্রমাণের অভাবেই অভিযুক্তদের রেহাই দেওয়া হচ্ছে|