শিগগিরই বাজারে আসছে নতুন একশো টাকার নোট

rupeeনয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : খুব শিগগিরই বাজারে আসতে চলেছে নতুন একশো টাকার নোট| ২০০৫ সালের গান্ধী সিরিজের মতোই দেখতে এই নতুন নোট| শুধু নোটে নম্বর লেখার জায়গায় ইনসেটে ইংরেজি বড় হরফে `আর’ লেখা থাকবে| আরবিআইয়ের গভর্ণর উর্জিত প্যাটেলের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এখবর পাওয়া গিয়েছে|

গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রীর পঁাচশো এবং একহাজার টাকার নোট বাতিলের ঘোষণার পরে কেটে গিয়েছে প্রায় তিন মাস| এরপরেও নানা জায়গায় নোট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগও এসেছে| এই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস জানিয়েছেন, নোট সরবরাহ এবং তার রক্ষণাবেক্ষণ আরবিআইএর দায়িত্ব| কেন্দ্রীয় ব্যাঙ্ক হয়তো খুব শিগগিরই ব্যাঙ্কগুলোকে নোট তোলার ঊর্ধ্বসীমাও তুলে নিতে বলা হয়েছে| বর্তমানে কম মূল্যের নোট সরবরাহের ওপর জোর দেওয়া হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *