গলায় গামছা বেধে ফাঁস দিয়ে মাকে হত্যার চেষ্টা ছেলের

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে গর্ভধারিণী মাকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছেলেকে৷ ঘটনা বৃহস্পতিবার রাতে কল্যাণপুরের বাজার কলোনী এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে ঐ এলাকার বাসিন্দা আরতী দে (৫৪) এর ছোট ছেলে মিহির দে ওরফে বিশু মদমত্ত অবস্থায় তাঁর মাকে বেধড়ক মারধর করে৷ পাশাপাশি মায়ের গলায় গামছা বেধে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে৷
মিহির দে শেষ দাঁ দিয়ে মাকে আক্রমণ করে বলে অভিযোগ করেন মিহির দের মা আরতী দে৷ শেষ পর্যন্ত মা পালিয়ে গিয়ে লুকিয়ে থাকে জঙ্গলে৷ শুক্রবার আরতী দেবী থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা করেন৷ পুলিশ মামলা নিয়ে গ্রেপ্তার করেছে আরতী দেবীর ছোট ছেলে মিহির দে-কে৷ পুলিশ তাকে খোয়াই আদালতে পায়ায়৷ বর্তমানে আরতী দেবীর চিকিৎসা চলছে হাসপাতালে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *