দাম বাড়ল সিগারেট ও তামাকজাত দ্রব্যে, কমল নায়লন, নিকেল, অনলাইন রেলের টিকিটে

Budgetনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : ধূমপায়ীদের জন্য খারাপ খবর| ফের দাম বাড়ছে তামাকজাত দ্রব্যের| বুধবার সাধারণ বাজেটে কোন কোন দ্রব্যের দাম বাড়ল, কোন কোন দ্রব্যের দামই বা কমল তা দেখা যাক|
দাম বাড়ল: সিগারেট, পান মশলা, তামাকজাত দ্রব্য চুরুট, বিড়ি, গুটখা, মোবাইল সার্কিট, অ্যালুমিনিয়াম উপাদান, এলইডি বাল্ব, হার্ডওয়্যার, সিলভার ফয়েল, স্টিলের জিনিসপত্র, শুকনো খাবার, রুপোর গয়না, কাজুবাদাম, টিউবলাইট, ফাইভারের দ্রব্য, রুপোর মুদ্রা, মোবাইল তৈরির সার্কিট বোর্ড|
দাম কমল: অনলাইন রেলের টিকিট, আইআরআইএস স্ক্যানার, ফিঙ্গার প্রিন্ট রিডার, সৌর চুল্লি, কার্ড সোয়াইপ মেশিন, তরল প্রাকৃতিক গ্যাস, নায়লন, নিকেল প্রতিরক্ষা কর্মীদের গোষ্ঠী বিমার প্রিমিয়াম, বায়ুচালিত জেনারেটর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *