প্রণয়ের জেরে সুকলছাত্রী অপহরণ উদয়পুরে

Kidnapনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জানুয়ারি৷৷ ১৫ বৎসরের সুকলপড়ুয়া এক নাবালিকা কন্যাকে ফঁুসলিয়ে বাড়ি থেকে বের করে পালিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় ২২ বছরের এক যুবককে ভারতীয় দন্ডবিধির ৩৬৩ ধারায় গ্রেপ্তার করল পুলিশ৷ ঘটনা গোমতী জেলা সদর উদয়পুরে৷ সংবাদ সূত্রে জানা যায়, গত ২৭ শে জানুয়ারি উদয়পুর ২নং ফুলকুমারী বাসিন্দা রিপণ দেবনাথ  প্রতিবেশী এক কন্যাকে ফুঁসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাস্টার বাড়ি আসার সময় পালিয়ে নিয়ে যায়৷ এই ঘটনা নাবালিকা কন্যার বাবা উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করলে মেলাঘর পোয়াংবাড়ি থেকে নাবালিকা কন্যা সহ অভিযুক্ত রিপন দেবনাথকে মেলাঘর থানার সহযোগিতায় উদয়পুর মহলিা থানার পুলিশ আটক করে উদয়পুর মহিলা থানায় নিয়ে আসে৷ সোমবার উদয়পুর আদালতে সোপর্দ করে এদিকে নাবালিকা কন্যার সাথে দীর্ঘদিন যাবৎ এই যুবকের  প্রণয়ের সম্পর্ক ছিল বলে এলাকাবাসী সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *