ক্রিকেটারদের উৎসাহ প্রদানে এগিয়ে চলো সংঘের উদ্যোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। পুজোর সময় পূজার্চণাতো থাকবেই। এরপরও সামাজিক কর্মকাণ্ডকে পাশে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক পরিমণ্ডলে সারা বছর নিজেদের জড়িয়ে রাখার অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে শহরের অন্যতম বৃহৎ আয়তনের ক্লাব এগিয়ে চলো সংঘ। সারা বছর ধরে ক্রিকেটারদের প্রশিক্ষণ কর্মশালা জারি রাখা, মরশুম অনুযায়ী ফুটবল দলকে প্রশিক্ষণের মধ্যে রাখা, সবই চলছে যথারীতি নিয়মে। এখন জোর প্রস্তুতি ক্লাবে সার্বজনীন দুর্গোৎসব ঘিরে। ক্রিকেটারদের প্রশিক্ষণ পর্বে তেমন কোনও বিরতি নেই। সংঘের পক্ষ থেকে ক্রিকেটারদের উৎসাহ প্রদানের লক্ষ্যে আজ এক বিশেষ আয়োজন সম্পন্ন করা হয়। পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ অফিসাররা পেশাগত দায়িত্ব পালনের প্রেক্ষাপটে এগিয়ে চলো সংঘে এসেছিলেন পূজার মণ্ডপ অবজারভেশনে। এগিয়ে চলো সংঘের ক্রিকেট কোচিং সেন্টারের মহিলা ক্রিকেটারের হাতে সংঘের তরফ থেকে দেওয়া ক্রিকেট ব্যাট, গ্লাভস হেলমেট সহ ক্রিকেটের বেশ কিছু সরঞ্জাম এসপি সাহেবের হাত ধরে মহিলা ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সুপার এবং অফিসাররা ক্রিকেটারদের শুভেচ্ছা জানান। সংঘের পক্ষ থেকে সচিব সুমন্ত গুপ্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।