সুরমা ও কমলপুর কেন্দ্রে সিপিএম প্রার্থীর মনোনয়ন জমা

আমবাসা(ত্রিপুরা), ২৭ জানুয়ারী(হি. স.) : সুরমা এবং কমলপুর বিধানসভা আসনে সিপিএম প্রার্থীরা আজ মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনয়ন পত্র জমা দেবার পর অঞ্জন বাবু দাবি করেন, মানুষ বর্তমান সরকারের উপর বীতশ্রদ্ধ হয়ে প্রতিদিন দলে দলে বামফ্রন্টে সামিল হচ্ছেন। তাঁরা বুঝতে পারছেন একমাত্র বিকল্প বামফ্রন্ট। ফলে শুধু সুরমা কিংবা কমলপুর কেন্দ্র নয় সবকয়টি আসনে বিপুল ভাবে জয়ী হয়ে ক্ষমতায় আসতে চলেছে বাম-কংগ্রেস জোট। 

এদিন সব দলকে পেছনে ফেলে সবার আগে মনোনয়ন জমা দেবার নজির বজায় রেখেছে বামফ্রন্ট। এই মিছিলে লোক সমাগম বিগত ইতিহাসের তুলনায় আশানুরূপ হয়নি বলেই অভিমত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *