নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ বক্সনগর ভেলুয়ারচর বাজারে বিজেপির বক্সনগর মন্ডলের এস সি মোর্চার উদ্যোগে এক বিজয় সংকল্প সভা হয়৷ সভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷ বক্সনগর ভেলুয়ারচর বাজারে বিজেপির ২০বক্সনগর মন্ডলের এস সি মোর্চার উদ্যোগে এক বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয় শুক্রবার৷ এই সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণ জেলা বিজেপি সহ সভাপতি তফাজ্জল হোসেন, জেলা প্রভারি জসীমউদ্দীন,এসি মোর্চার জেলার সভাপতি এস সি মোর্চার বক্সনগর মন্ডলের মণ্ডল সভাপতি নারায়ণ সরকার, বক্সনগর মণ্ডলের সাধারণ সম্পাদক অনিল দাস,মন্ডল সহসভাপতি বরুন কান্তি লস্কর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন৷ জেলা সহ-সভাপতি তাফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে সরকারি ও বেসরকারি কর্মচারীদের একসঙ্গে ১২ শতাংশ ডি.এ বৃদ্ধি করে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে গত ২৭ শে ডিসেম্বর৷ এই ঐতিহাসিক সিদ্ধান্তে গোটা রাজ্যের কর্মচারী মহল খুশি ও আপ্লুত৷ এই ঐতিহাসিক সিদ্ধান্তকে কেন্দ্র করে সারা রাজ্যে কর্মচারী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত শাখা সংগঠনগুলি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে বিভিন্ন সভা মিছিল সংঘটিত করছে৷এরই অঙ্গ হিসাবে শুক্রবার এস সি মোর্চার উদ্যোগে বক্সনগর মন্ডলের উদ্যোগে ভেলুয়ারচর বাজারে ধন্যবাদ মিছিল ও পথসভা হয়৷
2022-12-30