আগরতলা, ২ জানুয়ারি (হি. স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি দিয়েও বাতিল করেছে ত্রিপুরা পুলিশ। তৃণমূল কংগ্রেস আজ এই অভিযোগ এনে ত্রিপুরা সরকারকে কড়া ভাষায় বিধেছে। কিন্ত, তৃণমূল জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)। তাঁর কথায়, পশ্চিম হাওয়াইবাড়ীতে অনুষ্ঠানের অনুমতি চেয়েছিল তৃণমূল কংগ্রেস। অথচ, গতকাল রাতে জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরসূচিতে বড়মুড়া ইকোলজিক্যাল পার্ক লেখা ছিল। তাই, চিঠি দিয়ে সেখানে কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।
আজ এক টুইট বার্তায় তৃণমূল কংগ্রেস জানিয়েছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুদিনের ত্রিপুরা সফর বিপ্লব দেব সরকারকে নাড়া দিয়েছে। ত্রিপুরায় তাঁর সমস্ত অনুষ্ঠানের জন্য পূর্বানুমতি থাকা সত্ত্বেও শেষ মুহুর্তে অনুমতি বাতিল করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ বড়মুড়া ইকো পার্কে একটি অরাজনৈতিক উপজাতীয় সম্প্রদায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত বৈঠক এবং তৃণমূল কর্মীদের সঙ্গে পরবর্তীতে কথোপকথনের জন্য এগারো ঘন্টায় আগে অনুমতি বাতিল করেছে ত্রিপুরা পুলিশ।
তৃণমূলের দাবি, তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিকের অফিস থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, বড়মুড়া ইকো পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর বাতিল করা হয়েছে। কারণ একই স্থানে একটি অনুষ্ঠান আয়োজনের জন্য অন্য ট্রাস্টকে অনুমতি দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে বন মন্ত্রী মেবার কুমার জামাতিয়া জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
এই অভিযোগের খন্ডন করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া বলেন, বড়মুড়া ইকো পার্কে অনুষ্ঠানের জন্য তৃণমূল কংগ্রেস অনুমতি চায়নি। তাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছে। তাঁর কথায়, তেলিয়ামুড়া মহকুমার পশ্চিম হাওয়াইবাড়ীতে অনুষ্ঠানের অনুমতি চেয়ে তৃণমূল কংগ্রেস চিঠি দিয়েছিল। সে মোতাবেক তাঁদের অনুমতি দেওয়া হয়েছে। এমনকি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় নিযুক্ত পুলিশ আধিকারিকদের সাথে ওই জায়গা সম্পর্কে বৈঠক করা হয়েছে। কিন্ত, রাতে জারি সফরসূচিতে লেখা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান হবে বড়মুড়া ইকোলজিক্যাল পার্কে।
তিনি বলেন, ইকো পার্কে আজ অন্য একটি অনুষ্ঠানের অনুমতি অনেক আগেই দেওয়া হয়েছিল। তাই, একই স্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব নয়। সাথে তিনি যোগ, আজ দুপুরে তেলিয়ামুড়ায় দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজনের সূচী নির্ধারিত হয়েছিল। কিন্ত গতকাল রাতেই ওই কর্মী জানিয়ে দিয়েছেন, তার বাড়িতে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা সম্ভব নয়।

