আগরতলা, ৬ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় পুর নিগমের মেয়র এবং বাকি ১৯টি পুর ও নগর সংস্থার চেয়ারমেনের ঘোষণা দিল বিজেপি। সোমবার রাতে সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি ডা: মানিক সাহা ২০টি পুর ও নগর সংস্থার মেয়র ও চেয়ারম্যানের নাম ঘোষণা দিয়েছেন। প্রত্যাশিতভাবেই, পুর নিগমে মেয়র হিসেবে দীপক মজুমদারের নাম ঘোষণা দিয়েছেন প্রদেশ সভাপতি। আগামী ৮ ডিসেম্বর দুপুর ১২টায় আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিনি শপথ নেবেন। এরপরই মেয়র পরিষদ স্থির করবেন তিনি। তেমনি, ৯ ডিসেম্বর অন্যান্য পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের চেয়ারম্যানগণ শপথ নেবেন। এরপর চেয়ারম্যান নিয়ম মেনে পারিষদ ঘোষণা দেবেন, জানালেন প্রদেশ সভাপতি।
এদিন প্রদেশ বিজেপি সভাপতি বলেন, পুর ও নগর সংস্থা নির্বাচনে বিজেপির বিপুল জয় ত্রিপুরাবাসীর আশীর্বাদে সম্ভব হয়েছে। এখন পুর ও নগর সংস্থায় মেয়র এবং চেয়ারম্যান বাছাই সম্পন্ন করেছে বিজেপি। তিনি বলেন, প্রদেশ প্রভারী বিনোদ সোনকরের উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে বিস্তৃত আলোচনার পর তাঁদের নাম স্থির হয়েছে। তাতে, কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন মিলেছে।
এদিন তিনি ঘোষণা দিয়ে বলেন, ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিতরা হলেন ধর্মনগর পুর পরিষদে প্রদ্যুত দে সরকার, কুমারঘাট পুর পরিষদে বিশ্বজিত দাস, কৈলাসহর পুর পরিষদে চপলা দেব রায়, আমবাসা পুর পরিষদে মমতা দাস, শান্তিরবাজার পুর পরিষদে স্বপ্না মজুমদার বৈদ্য, বিলোনিয়া পুর পরিষদে নিখিল চন্দ্র গোপ, উদয়পুর পুর পরিষদে শীতল চন্দ্র মজুমদার, মেলাঘর পুর পরিষদে অনামিকা ঘোষ, বিশালগড় পুর পরিষদে অঞ্জন পুরকায়াস্থ, রানীরবাজার পুর পরিষদে অপর্ণা শুক্ল দাস, মোহনপুর পুর পরিষদে অনিতা দেবনাথ, খোয়াই পুর পরিষদে দেবাশীষ নাথ শর্মা, তেলিয়ামুড়া পুর পরিষদে রূপক সরকার, পানিসাগর নগর পঞ্চায়েতে অনুরাধা দাস, কমলপুর নগর পঞ্চায়েতে প্রশান্ত সিনহা, সাব্রুম নগর পঞ্চায়েতে রমা পোদ্দার দে, জিরানিয়া নগর পঞ্চায়েতে রতন কুমার দাস, সোনামুড়া নগর পঞ্চায়েতে সারদা চক্রবর্তী এবং অমরপুর নগর পঞ্চায়েতে বিকাশ সাহা।
সাথে তিনি জানান, আগরতলা পুর নিগমে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন দীপক মজুমদার। নিগম পরিচালনার ক্ষেত্রে তাঁর পূর্ব প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তাই, তাঁকেই দল মেয়র হিসেবে বাছাই করেছে। প্রদেশ সভাপতি বলেন, আগামী ৮ ও ৯ ডিসেম্বর সমস্ত নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র শপথ নেবেন। আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগামী ৮ ডিসেম্বর মেয়র হিসেবে দীপক মজুমদার শপথ নেবেন। এরপর তিনি মেয়র পারিষদ বাছাইয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেবেন।.
এদিন মেয়র হিসেবে নাম ঘোষণার পর দীপক মজুমদার বলেন, নির্বাচনে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করাই হবে আমার প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য। শহরবাসীর প্রত্যাশা পূরণে সর্বস্ব দিয়ে চেষ্টা করা হবে আমার লক্ষ্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্নের শহর আগরতলাকে ঢেলে সাজানোর সমস্ত চেষ্টা করা হবে। নাগরিক পরিষেবা প্রদানে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

