নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ ক্সনগর আর ডি ব্লকের অধিনে ময়নামা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওর্য়াডের বাসিন্দা মঞ্জিল হকের কন্যা রীনা আক্তার বাপের বাড়িতে এসে ফাঁসিতে আত্মহত্যা করে৷ আজ থেকে প্রায় দু সপ্তাহে ধরে বাপের বাড়িতে রীনা আক্তার তার চার বছরের মেয়েকে নিয়ে থাকত৷ স্বামী নরু মিয়া কর্মসুএে বিদেশে রয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায় স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে তর্কবির্তক হয়৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রীনা ও নরু মিয়ার মধ্যে মোবাইল ফোনে ঝগড়া হয়েছে৷ স্বামীর ফোনে বকাবকিতে রাগে ক্ষোভে ও অভিমানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন রীনা আক্তার৷ যার বয়স ২৩৷ রীনার শ্বশুরবাড়ির লোকের দ্ধারা নির্যাতন নিপীড়ন ও অত্যাচারের শিকার হতেন তিনি৷ তার কারণে সে বাপের বাড়িতে৷ চলে আসে৷ সোনামুড়া থানায় নরু মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার শ্বশুর মঞ্জুল হক৷ রীনা আক্তারের মৃত্যুতে গোটা ময়নামা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷