রোম, ২৯ অক্টোবর (হি.স.): জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার সকালে রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। রোমে পৌঁছনোর পরই টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “রোমে পৌঁছলাম, জি-২০ শিখর সম্মেলন গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম। রোমে এই সফরের মাধ্যমে অন্যান্য কর্মসূচির জন্যও মুখিয়ে আছি।”
শুক্রবার বিকেলেই ইতালির রাজধানীতে গান্ধীজির মূর্তি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এর পর সে দেশের প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। তিন দিনের সফরে ভ্যাটিকানেও যাওয়ার কথা তাঁর। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এ বারের জি-২০ শীর্ষ সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। ১২ বছর পরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী রোমে গেলেন।