মুম্বই, ১৮ অক্টোবর (হি.স) : রাহুল দ্রাবিড় জাতীয় দলের হেড কোচের পদে বসছেন। দুই বছরের জন্য টিম ইন্ডিয়ার হেড স্যারের পদে দ্রাবিড় চূড়ান্ত। সরকারি ঘোষণাই কেবল বাকি। তবে জাতীয় দলের হেড কোচের পদে বসলে দ্রাবিড়কে এনসিএ-র হেড হিসাবে পদত্যাগ করতে হবে।আর দ্রাবিড়ের পরে এনসিএ-র প্রধান হিসেবে বোর্ডের পছন্দ ছিল ভিভিএস লক্ষ্মণ। তবে লক্ষ্মণ বোর্ডের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। ভারতীয় ক্রিকেটের হেভিওয়েট ব্যক্তিকেই এনসিএ-র প্রধান হিসেবে বসানোর পরিকল্পনা ছিল বোর্ডের। সেক্ষেত্রে লক্ষ্মণকেই পছন্দ ছিল বোর্ডের। লক্ষ্মণের টেস্ট কেরিয়ার বেশ আকর্ষণীয়। ১৩৪ ম্যাচে ১৭ সেঞ্চুরি সমেত লক্ষ্মণ মোট ৮৭৮১ রান হাঁকিয়েছেন।
এমনিতে লক্ষ্মণ বর্তমানে বাংলার ব্যাটিং উপদেষ্টা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদেরও মেন্টর তিনি। লক্ষ্মণের প্রত্যাখানের পরে বোর্ড আপাতত এনসিএ-র প্রধান পদে নতুন করে সন্ধান জারি রেখেছে।