করিমগঞ্জ (অসম), ৯ অক্টোবর (হি.স.) : সমগ্র ভারতবর্ষে কাশ্মীরি হিন্দু ও শিখ হত্যার বিরুদ্ধে ধরনা-বিক্ষোভ কর্মসূচি চলছে বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের। এর সঙ্গে সংগতি রেখে বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দলের দক্ষিণ পূর্ব প্রান্তের অন্তর্গত কাছাড় এবং উত্তর করিমগঞ্জেও পালিত হয়েছে ধরনা কর্মসূচি।আজ শনিবার ব্রাহ্মণশাসন গ্রাম পঞ্চায়েতের বালিয়া শিববাড়ি প্রাঙ্গণে প্রতিবাদী ধরনা কর্মসূচি উপলক্ষ্যে ভাষণ দেন উত্তর করিমগঞ্জ বিশ্বহিন্দু পরিষদ প্রখণ্ডের সভাপতি দীপক চক্রবর্তী, উত্তর করিমগঞ্জ প্রখণ্ডের কার্যনির্বীহী সভাপতি শঙ্কু চন্দ, বিশ্বহিন্দু পরিষদের উত্তর করিমগঞ্জ প্রখণ্ডের সম্পাদক অভিষেক চক্রবর্তী, লালবাহাদুর তাপা, রিপামণি নাথ, নবরাজ ধর, নিটু দাস, রাজ দাস প্রমুখ।প্রত্যেক বক্তা কাশ্মীরি হিন্দুদের অমানবিক হত্যার বিরুদ্ধে সোচ্চার হন। ওই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানের মদত আছে বলে প্রত্যেক বক্তা ইমরান খান এবং তাঁর মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে জ্বালামুখি ভাষণ দিয়েছেন। প্রতিবাদী কর্মসূচির অঙ্গ হিসেবে তাঁরা পাকিস্তানের জাতীয় পতাকা দাহ করেছেন।
2021-10-09