নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর ।। স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অগ্নিদগ্ধ করে হত্যা করা হলো স্ত্রীকে। ঘটনা সোনামুড়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।সোনামুড়া এলাকায় স্বামীর অবৈধ সম্পর্কের জেরে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামীর সহদেব ভৌমিক এর বিরুদ্ধে।
ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে সাত বছর আগে সোমা দাস নামে একটি মেয়েকে সামাজিকভাবে বিয়ে করে সহদেব ভৌমিক। বিয়ের তিনবছর ভালো যাওয়ার পর সহদেব অন্য একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপরই তার স্ত্রীর উপর প্রতিনিয়ত নির্যাতন সহ মারধর করতো। কিছুদিন আগে স্ত্রীকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর ফলে গুরুতর আহত হয় সোমা দাস নামে ওই গৃহবধূ। জিবি হাসপাতালে মৃত্যু হয় গৃহবধূর।
মৃত গৃহবধূর ভাই জানান সোনামুড়া থানার পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছে। বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে মৃতের পরিবারের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

