গোপনে জঙ্গিদের সাহায্য! ধরা পড়তেই জম্মু-কাশ্মীরে চাকরি গেল ৬ জন সরকারি কর্মী

শ্রীনগর, ২২ সেপ্টেম্বর (হি.স.): সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যোগসূত্র এবং জঙ্গিদের ‘মদতদাতা’ ৬ জন সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল জম্মু ও কাশ্মীর সরকার। বরখাস্ত হওয়া ওই ৬ জন সরকারি কর্মীর বিরুদ্ধে অভিযোগ, গোপনে জঙ্গিদের সাহায্য করছিল তারা এবং সন্ত্রাসবাদীদের বিভিন্নভাবে সহায়তাও করছিল। এই ৬ জনের মধ্যে দু’জন পুলিশও রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে সরকারি কর্মীদের স্ক্রুটিনি করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি তিনজন জঙ্গি মদতদাতাকে খুঁজে বার করেছিল, সকলেই লস্কর জঙ্গিদের সঙ্গে মিলিত ছিল। তাদের মধ্যে একজন সুরক্ষা বাহিনীর গতিবিধি সম্পর্কে জঙ্গিদের তথ্য দিত। অনন্তনাগে দু’জন শিক্ষককে জঙ্গি মদতদাতা হিসেবে গ্রেফতার করা হয়েছিল। এমন মোট ১১ জন সরকারি কর্মীদর সন্ধান মিলেছিল, যারা জঙ্গিদের সহায়তা করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *