Road had become a death trap : নির্মাণের কয়েকমাস যেতে না যেতেই মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। মুঙ্গিয়াকামি ব্লকের তুইকর্মা থেকে হাজরাবাড়ি নবজয় পাড়া যাওয়ার মূল রাস্তাটি নির্মাণের কয়েকমাস যেতে না যেতেই মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাতে যাতায়াতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন বিস্তীর্ণ এলাকার মানুষ।প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে নির্মিত তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের তুইকর্মা থেকে হাজরাবাড়ি নবজয় পাড়া যাওয়ার মূল রাস্তাটি নির্মাণের কয়েকমাস যেতে না যেতেই মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এলাকাবাসীর তরফ থেকে বারবার আবেদন-নিবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। প্রত্যন্ত এলাকায়। এই রাস্তাটির নির্মাণ করা হয় মাত্র ২ বছর পূর্বে। কাজের বরাত দেওয়া হয় এন.বি.সি.সি ঠিকাদারী সংস্থাকে। সেই সংস্থা তেলিয়ামুড়ার স্থানীয় ঠিকাদার মনোজ ঘোষকে কাজ করার দায়িত্ব দেয়।অভিযোগ,কাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা সহ নিম্নমানের কাজ করার ফলে ২ বছর যেতে না যেতেই, রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যার ফল ভোগ করতে হচ্ছে পথচলতি সাধারন মানুষজন সহ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করা প্রায় ১০ থেকে ১৫টি প্রত্যন্ত অঞ্চলের উপজাতি অধ্যুষিত গ্রামের মানুষজনদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *