নিজস্ব প্রতিনিধি বিলোনীয়া, ১৯ সেপ্ঢেম্বর৷৷ রবিবার রাজনগর আর ডি ব্লকের দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতে তিনকোটি আটান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার আটস বিরানববই টাকা ব্যয়ে বিবেকানন্দ ক্রাফট এন্ড কালচারাল সেন্টারের উদ্বোধন শেষ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বরপাথারি সোনাপুর গার্লস সুকল মাঠে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন৷ এরমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চারবার দক্ষিণ জেলা সফর করে ফেলেছেন৷ সেই সভায় উনি পরিষ্কার বলে দিয়েছেন এই সরকার রাজ্যের ৩৭ লক্ষ লোকের সরকার৷ এখানে উন্নয়নের জন্য কোনো রং দেখা হয় না৷ বিজেপি দল করা লোকটা যে সাহায্য পায় সরকার থেকে সেই একই সাহায্য পায় বাম সমর্থিত লোকটাও৷
সবকা সাথ সবকা বিকাশ হলো এই সরকারের মূল মন্ত্র৷ এই সরকার শুধু যারা বিজেপি করে তাদের কথা ভাবে না৷ সবার কথা ভাবে, আগে বিশাল অংশের লোক বঞ্চিত থেকেছে সবসময়৷ বেড়েছিল স্বজন পোষণ, দুর্নীতি,খুন সন্ত্রাস,প্রশাসনকে কাজ করতে দেওয়া হতো না৷ পার্টির অঙ্গুলি হেলনে চলতো সবকিছু৷ আমি বিপ্লব দেব আমায় কে চিনত যখন আমি দায়িত্ব নিয়েছি৷ কিন্তু ২০১৮এর ৩ রা মার্চ বিজেপি দল প্রধানমন্ত্রী মোদীজীর আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়ে যখন ক্ষমতায় এলো তখন ত্রিপুরার চিত্রটা অন্যরকম ছিল৷ এখন রাজ্যের চিত্র বদলেছে৷ উন্নয়নের জোয়ার বইছে আর ও হবে আপনারা আশীর্বাদ করুন শ্রেষ্ট ত্রিপুরা হবে৷ কারো প্ররোচনায় পা দেবেন না৷
রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে সাবধান থাকুন৷ যারা এই রাজ্যে এসে অস্থিরতার চেষ্টা করছে তাদের রাজ্যের কথা ভাবুন খুন, ধর্ষণ, রাজনৈতিক হিংসা নিত্য দিনের ঘটনা৷ মানুষের কোনো নিরাপত্তা নেই৷ হাজার হাজার মানুষ ঘর ছাড়া৷ হাই কোর্ট, সুপ্রিম কোর্ট তীব্র ভৎসর্ণা করছে৷ অথচ এরা ত্রিপুরায় এসে ত্রিপুরার মাটিকে বদনাম করছে৷ এদের থেকে সাবধান হোন,করোনা অনেকটাই সময় নষ্ট করে দিয়েছে৷ তারপরও সরকার যেনোতেন চাইছে সবার উন্নয়ন৷ এছাড়াও রবিবারের প্রকাশ্য সমাবেশে বিরোধী দলগুলি থেকে ৬৯৮ পরিবারের ২১৩৩ জন ভোটার বিজেপি দলে যোগদান করে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দেন৷