দু’দিন পর দীপাবলি, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মূর্তিপাড়া, আলোয় সেজে উঠছে আগরতলা শহর

আগরতলা, ১৮ অক্টোবর: আর মাত্র দু’দিন, তারপরই আলোর উৎসব দীপাবলি। উৎসবকে সামনে রেখে আগরতলা শহরে এখন সাজসজ্জার ব্যস্ততা তুঙ্গে। শহরের বিভিন্ন বাজার, বিপণি ও আবাসিক এলাকাগুলো ইতিমধ্যেই রঙিন আলোয় ঝলমল করছে।

শহরের মূর্তিপাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমাশিল্পীরা দিন-রাত এক করে দিচ্ছেন শেষ তুলির টান। বিভিন্ন আকৃতির লক্ষ্মী ও গণেশের মূর্তি তৈরি হয়ে উঠছে পুজোর উপযোগী করে। অনেকে ইতিমধ্যেই মূর্তি বুকিং করে গিয়েছেন, এখন চলছে ডেলিভারির প্রস্তুতি।

শিল্পীরা জানান, চাহিদা অনুযায়ী এ বছর বেশ কিছু নতুন ডিজাইনের মূর্তি তৈরি হয়েছে। পাশাপাশি দামেও কিছুটা পার্থক্য এসেছে আগের বছরের তুলনায়।আতশবাজি, মোমবাতি, মাটির প্রদীপ, আলোকসজ্জা সবকিছুর কেনাকাটায় ব্যস্ত শহরবাসী।