চড়িলামে বিজেপি দলীয় কার্যালয়ে চোরের হানা

আগরতলা, ৫ জুলাই: রাতের আঁধারে চড়িলাম বিধানসভার অন্তর্গত উত্তর ব্রজপুর এলাকায় বিজেপি দলীয় কার্যালয়ে চোরের দল হানা দিয়েছে। চোরের দল টিভি সহ প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বিজেপি দলীয় কর্মীরা কার্যালয়ে প্রবেশ করতেই চুরির ঘটনা দেখতে পেয়েছেন। সাথে সাথে খবর দেওয়া হয়েছে বিশালগড় থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে পুলিশ। এদিকে শাসকের ঘরে চুরির ঘটনা খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও জানা গেছে, প্রতিনিয়ত রাস্তার পাশে সোলার লাইটের ব্যাটারি সহ সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। দলীয় কর্মীদের দাবি এই সমস্ত চুরির ঘটনার সাথে নেশায় আসক্ত যুবকরা জড়িত।

Leave a Reply