বাড়িতে উদ্ধার নেশা সামগ্রী, অভিযুক্তের স্ত্রীকে আটক

আগরতলা, ৫ জুলাই : গোপন খবরের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ১১ গ্রাম নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে। পুলিশ বাড়ির মালিককে না পেয়ে স্ত্রীকে আটক করে খোয়াই থানার পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে আজ পূর্ব রামচন্দ্র ঘাট ইন্দিরা কলোনিতে তল্লাশি চালিয়ে একজন ড্রাগস কারবারিকে আটক করেন খোয়াই থানার পুলিশ। এই ড্রাগস কারবারির বাড়ি থেকে ১১ গ্রাম ড্রাগস উদ্ধার করে এবং যার বাজার মূল্য দুই লক্ষ টাকা। আজকের এই তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন খোয়াই আউটপোস্টর ওসি রঞ্জিত সরকার এবং মহকুমার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা।

Leave a Reply