৩৬,০০০ রিটেইল আউটলেটে সৌরবিদ্যুৎ ব্যবহার করছে ইন্ডিয়ান অয়েল, পরিবেশবান্ধব শক্তির দিকে বড় পদক্ষেপ : পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই : দেশের জ্বালানি খাতে পরিবেশবান্ধব উদ্যোগে এক বড় সাফল্য হিসেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের ৩৬ হাজারেরও বেশি রিটেইল আউটলেটে সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা করেছে। শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদ্বীপ সিং পুরী। তাঁর কথায়, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে বিদ্যুৎ ক্ষেত্রে আত্মনির্ভরতা অত্যন্ত জরুরি। আর তাতে সৌরশক্তি একটি বড় ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘গ্রিন ইন্ডিয়া’ ভাবনার অনুকরণে এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় মন্ত্রী লেখেন, নতুন ভারত এগিয়ে চলেছে অর্থনীতি ও পরিবেশের পরস্পর-সম্পূরক নীতিতে। বাড়ির ছাদ হোক, অফিস কিংবা কারখানা—যেখানেই সামান্য জায়গা থাকে, সৌরশক্তি ব্যবহার করুন। এটি এখন শক্তির চাহিদা মেটানোর বড় মাধ্যম হয়ে উঠছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ সালে দেশের সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ২.৮২ গিগাওয়াট, যা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বেড়ে হয়েছে ১০৫.৬৫ গিগাওয়াট। এই ১০৫.৬৫ গিগাওয়াটের মধ্যে ৮১.০১ গিগাওয়াট এসেছে গ্রাউন্ড-মাউন্টেড ইনস্টলেশন থেকে, ১৭.০২ গিগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ) থেকে, ২.৮৭ গিগাওয়াট হাইব্রিড প্রকল্পের সৌর উপাদান থেকে এবং ৪.৭৪ গিগাওয়াট অফ-গ্রিড সিস্টেম থেকে এসেছে।

এই অগ্রগতির পেছনে রয়েছে দেশের অভ্যন্তরীণ সৌর সেল ও ওয়েফার উৎপাদনের শক্তিশালী ভিত্তি, যা ২০১৪ সালে প্রায় অনুপস্থিত ছিল। বর্তমানে ভারতে ২৫ গিগাওয়াট সৌর সেল উৎপাদন এবং ২ গিগাওয়াট ওয়েফার উৎপাদন ক্ষমতা রয়েছে।

হরদ্বীপ সিং পুরী আরও বলেন, দেশের আয়কর রিটার্ন জমা দেওয়ার সংস্কৃতি দ্রুত বদলেছে। ২০১৩-১৪ অর্থবর্ষে যেখানে আয়কর রিটার্ন জমা পড়েছিল ৩.৬ কোটি, ২০২৪-২৫ সালে তা বেড়ে হয়েছে ৮.৫ কোটি। তার মধ্যে ৯৫ শতাংশ রিটার্ন ৩০ দিনের মধ্যেই প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়েছে।

মন্ত্রী জানান, সততার সঙ্গে কর প্রদানের সংস্কৃতি একটি শক্তিশালী ক্ষমতায়নের হাতিয়ার হয়ে উঠেছে। এই অর্থেই মোদী সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য নিহিত। এই পদক্ষেপগুলির মাধ্যমে ভারত শুধু শক্তির ক্ষেত্রে নয়, আর্থিক ব্যবস্থাপনা এবং পরিবেশ-সচেতনতার ক্ষেত্রেও বিশ্বমঞ্চে নিজের অবস্থান দৃঢ় করছে।

Leave a Reply