নয়াদিল্লি, ১০ জুন : সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের উদ্যোগে আগামী ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত দিল্লির রাজঘাটে গান্ধী দর্শনের বীরসা মুণ্ডা লনে অনুষ্ঠিত হতে চলেছে “লোক সম্বর্ধন পর্ব”। সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি একটি সর্বাঙ্গীন উন্নয়নের উদ্যাপন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রচেষ্টা’ এই নীতির আলোকে, সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিক ক্ষমতায়ন, ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির সংরক্ষণ এবং সামাজিক অন্তর্ভুক্তির বার্তা দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
এই পাঁচ দিনের আয়োজনে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও সফলতা যেমন প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বর্ধন, জাতীয় সংখ্যালঘু বিকাশ ও অর্থায়ন সংস্থা-এর বিভিন্ন উদ্যোগ ও সফল কাহিনিগুলি তুলে ধরা হবে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান ও উত্তরপ্রদেশ থেকে আগত ৫০ জনেরও বেশি হস্তশিল্পী এবং রন্ধনশিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী পণ্য ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে থাকবে লাখের চুড়ি, কাঠের চিত্রাঙ্কন, ব্লু পটারি, কারচুপি, বনারসি ব্রোকেড, ফুলকারি, চামড়ার হস্তশিল্প, গহনা, কাঠ খোদাই সহ বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়।
এছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করবে। এই মেলা সংখ্যালঘু শিল্পীদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে তাঁরা ক্রেতা ও বাজারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবেন। এতে তাঁদের জীবিকা আরও স্থিতিশীল এবং টেকসই হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক দেশের সকল নাগরিককে এই উৎসবে অংশগ্রহণ করে ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়নের পথে সম্মিলিত অগ্রযাত্রাকে উদ্যাপন করার আহ্বান জানিয়েছে।
2025-06-10