নয়াদিল্লি, ৯ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১১ বছর পূর্ণ হওয়ার বিশেষ উপলক্ষে ভারত সরকারের নাগরিক অংশগ্রহণ প্ল্যাটফর্ম মাই জিওভি এক বিশেষ প্রতিযোগিতা সিরিজের আয়োজন করছে। গত এক দশকে ভারত বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ও রূপান্তর দেখেছে — উন্নত সড়ক ব্যবস্থা, শক্তিশালী স্বাস্থ্য পরিকাঠামো, আধুনিক জনসুবিধা, উন্নত নিরাপত্তা ও প্রসারিত ডিজিটাল পরিকাঠামো ইত্যাদি এই অগ্রগতির প্রমাণ বহন করে।
এই রূপান্তরমূলক উন্নয়ন যাত্রাকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মাই জিওভির সহযোগিতায় “বদলাচ্ছে ভারত, আমার অভিজ্ঞতা – ব্লগ লেখনী প্রতিযোগিতা” নামে এক ব্যতিক্রমধর্মী আয়োজন শুরু করেছে। এই প্রতিযোগিতায় দেশের সকল নাগরিক অংশগ্রহণ করতে পারবেন। ব্লগগুলি দরিদ্র ও প্রান্তিক জনগণের সেবা, কৃষক কল্যাণ, নারী শক্তির উন্নয়ন, এবং আমৃত পিঢির ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ের উপর ১,০০০ থেকে ১,৫০০ শব্দের মধ্যে বাংলা, হিন্দি বা ইংরেজি ভাষায় লেখা যেতে পারে।
এই প্রতিযোগিতার পাশাপাশি একটি মিনি ব্লগ ভিডিও প্রতিযোগিতা-ও আয়োজিত হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের আশেপাশের সমাজে ঘটতে থাকা পরিবর্তনগুলি দুই মিনিটের ভিডিও ব্লগ হিসেবে জমা দিতে পারবেন।
এছাড়াও, “ভারতের অগ্রগতির পথে – একটি জনসাধারণের অংশগ্রহণ” শিরোনামে এক ছবির প্রতিযোগিতাও রাখা হয়েছে, যেখানে নাগরিকেরা এমন ছবি জমা দিতে পারেন যা কোনও সমাজসেবামূলক বা জাতীয় উন্নয়নে তাঁদের সক্রিয় অংশগ্রহণকে তুলে ধরে।
এই তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ২০ জুন, ২০২৫। অংশগ্রহণকারীরা মাই জিওভি প্ল্যাটফর্মে গিয়ে বিস্তারিত জানতে ও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।