সুইডেনে ভারতীয় প্রবাসীদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের স্মরণীয় সাক্ষাৎ, আন্তর্জাতিক সম্মেলনে ভারতের নেতৃত্ব

স্টকহোম, ৯ জুন: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নির্বাচনী সৎচেতনা বিষয়ক সম্মেলন -এ অংশ নিতে বর্তমানে সে দেশে সরকারি সফরে রয়েছেন। সম্মেলন শুরু হওয়ার আগে তিনি সুইডেনে অবস্থানরত ভারতীয় প্রবাসীদের সঙ্গে এক উল্লেখযোগ্য ও আবেগঘন সাক্ষাৎ করেন।

সাক্ষাতে তিনি বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক ও ওসিআই-দের ভোটাধিকার প্রয়োগে নির্বাচন কমিশনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, অনলাইন ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম ও ইলেকট্রনিক পোস্টাল ব্যালট ম্যানেজমেন্ট সিস্টেম প্রবাসী ভারতীয়দের অংশগ্রহণ সহজতর করেছে।

১০ জুন থেকে শুরু হওয়া তিন দিনের এই সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের নির্বাচন পরিচালনার পরিসর ও দক্ষতা আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হয়েছে। এই সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিত্বকারী প্রায় ১০০ জন নির্বাচন কর্মকর্তা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে ইন্টারন্যাশনাল আইডিইএ, সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, সুইডিশ নির্বাচন কর্তৃপক্ষ এবং অস্ট্রেলিয়ান ইলেক্টোরাল কমিশন।

সিইসি শ্রী জ্ঞানেশ কুমার আজ ইন্টারন্যাশনাল আইডিইএ-এর সেক্রেটারি জেনারেল কেভিন কাসাস-জামোরা-সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি, তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, মঙ্গোলিয়া, সুইজারল্যান্ড সহ প্রায় ২০টি দেশের নির্বাচন কমিশনারদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

তিনি আরও সাক্ষাৎ করবেন আন্তর্জাতিক আইডিএ-র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিকিলা তামাং, নামিবিয়ার নির্বাচন কমিশনের চেয়ারপার্সন ড. এলসি টি. এনঘিকেম্বুয়া এবং মরিশাসের নির্বাচন কমিশনার মি. আবদুল রহমান মোহাম্মদ ইরফান-এর সঙ্গে। এই সম্মেলনে আধুনিক নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কিছু চ্যালেঞ্জের ওপর বিশদ আলোচনা হবে, যার মধ্যে উল্লেখযোগ্য— ভুল তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচার , ডিজিটাল বিঘ্নতা, নির্বাচনী নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা।

ভারতের নির্বাচনী প্রশিক্ষণ সংস্থা ভারত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল ম্যানেজমেন্ট ইতিমধ্যে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি নির্বাচন ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী চর্চার কেন্দ্রস্থল হয়ে উঠছে, যা অন্যান্য দেশের নির্বাচন সংস্থাগুলোর জন্যও একটি আদর্শ মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

সিইসি শ্রী জ্ঞানেশ কুমার-এর নেতৃত্বে ভারতের প্রতিনিধি দলে রয়েছেন শ্রী রাকেশ ভার্মা , শ্রী বিজয় কুমার পাণ্ডে এবং শ্রী রাহুল শর্মা। এই আন্তর্জাতিক সফরের মাধ্যমে ভারত তার গণতান্ত্রিক মূল্যবোধ, নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের আদান-প্রদানের মাধ্যমে বৈশ্বিক সহযোগিতায় আরও এক ধাপ এগিয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *