BRAKING NEWS

উন্নয়নের ছোঁয়া না লাগায় ভোট বয়কট , তীব্র উত্তেজনা

আগরতলা, ২৬ এপ্রিল : উন্নয়নের ছোঁয়া না লাগায় ভোট বয়কট করেছেন জনগণ।খোদ এলাকাবাসী রাস্তা আবরোধ করে রাখেন।

রাস্তা, বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছে অম্পিনগর, ৪৪ রাইমাভ্যালির ৫ নং বুথের সদাই পাড়ার সহ ৫টি পাড়ার ভোটারা। তাঁরা রাস্তা আবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থালে ছুটে গিয়েছে প্রশাসনের ভোটের কাজে নিযুক্ত আধিকারিকরা।

তাঁদের অভিযোগ, প্রতি বছর ভোট আসে ভোট চলে যায়। কিন্তু গ্রামের পানীয় জল এবং রাস্তা ঘাটের উন্নতি করা হচ্ছে না। জনপদে পরিশ্রুত পানীয় জলের কোন সুবন্দোবস্ত করা হয়নি আজও। ডিডাব্লিউএস দপ্তর থেকে কিছুটা অংশে জলের পাইপ লাইন টানা হয়েছে কিন্তু সেই পাইপ দিয়ে আজ পর্যন্ত জল আসেনি। জলের পরিবর্তে হাওয়া বের হচ্ছে। আজ পর্যন্ত কোন বিধায়ক এই জনপদে পা ফেলননি। রাজনৈতিক দলের নেতাদের ও আনাগোনা দেখা যায় না। ফলে গ্রামের মানুষের একমাত্র ভরসা হল অপরিশুদ্ধ ছড়ার জল, কিংবা মাটি গর্ত করে জমানো জল।গ্রামে কোন ছড়া না থাকার কারনে প্রায় দেড় থেকে প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেটে জল সংগ্রহ করতে হয়। নোংরা জল করার ফলে বিভিন্ন জল ঘটিত রোগে গ্রামবাসীদের আক্রান্ত হতে হচ্ছে। তাছাড়া, গ্রামে প্রবশের জন্য কোন পাকা রাস্তা নেই।একটি মাটির রাস্তা রয়েছে। রাস্তাটি দীর্ঘ দিন সংস্কার করা হয়নি।ফলে অল্প বৃষ্টিতে কদমাক্ত হয়ে রাস্তায় উপর এক হাঁটু কাঁদা জমে যায়।কাদা পেরিয়ে আসা যাওয়া করতে হয়।চিকিৎসার জন্য কাউকে হাসপাতালে নিয়ে যেতে হলেও চরম দুর্ভোগের শিকার হন গ্রামের মানুষ।গ্রামে সবত্র বিদ্যুৎ নেই। হাতে গোনা কয়েকটি বাড়িতে বিদ্যুৎ লাইন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *