BRAKING NEWS

মদ বিরোধী অভিযানে সাফল্য পেল প্রশাসন, উদ্ধার লক্ষাধিক টাকার দেশী মদ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ এপ্রিল: লোকসভা নির্বাচনে ভোট পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে মদবিরোধী অভিযানে নেমেছে আবগারি দপ্তর। প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দেশি ও অবৈধ মজুদ বিলেতি মদ বাজেয়াপ্ত করা হচ্ছে। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে আগামী ২৬শে এপ্রিল লোকসভা নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনের প্রাক্কালে আবগারি দপ্তর এবং প্রশাসনিক কর্মকর্তারা বহি রাজ্য থেকে এবং রাজ্যের মধ্যে  কতিপয় ব্যবসায়ী মদ বিক্রি করে অতিরিক্ত টাকা রোজগারে ব্যস্ত তাদের বিরুদ্ধে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছে আফগারি দপ্তর এবং প্রশাসনিক কর্মকর্তারা।

এর ফলস্বরূপ নেশা বিরোধী অভিযান চালিয়ে এবার প্রায় দুই লক্ষ টাকার দেশি ও বিলাতি মদ উদ্ধার করেছে আবগারি দপ্তর। দপ্তরের এএসআই রাখেশ সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দপ্তরের ইনস্পেকটর অভিজিৎ দেববর্মার নেতৃত্বে পানিসাগর বাজার, পানিসাগর থানা এলাকার ভাল্লুক ছড়া ও ধর্মনগর থানাধিন কামেশ্বর লাল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫২০ বোতল বিলাতি মদ, ১০০ বোতল বিয়ার সহ দেড় হাজার লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। সাথে দুই মদ ব্যবসায়ীকে আটক করা হয়েছিলো। তাদের অভিযান স্থলে জামিন দেওয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেননি তারা। এই উদ্ধারকৃত মদের মূল্য বাজার মূল্য প্রায় দুই লক্ষ্য টাকা হবে তিনি জানিয়েছেন। এই ঘটনায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *