BRAKING NEWS

আমেরিকায় জাহাজের ধাক্কায় ব্রিজের একাংশ ভেঙে বিপত্তি! ৬ জন শ্রমিক এখনও নিখোঁজ

ওয়াশিংটন, ২৭ মার্চ (হি.স.): আমেরিকার বাল্টিমোরে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় ফ্রা্নসিস স্কট কি-ব্রিজের একাংশ ভেঙে পড়ার পর যে ৬ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাঁরা আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। সবাই সেতু মেরামতির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, যতটা সময় অতিবাহিত হয়েছে এবং নদীর জলের ঠান্ডার তীব্রতা এতটাই বেশি, যে তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে, আপৎকালীন দল দু’জনকে রাতেই জল থেকে উদ্ধার করে।

সিঙ্গাপুরের ওই পণ্যবাহী জাহাজটি বাল্টিমোর বন্দর থেকে কলোম্বোর উদ্দেশে যাত্রা শুরু করার পর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রা্নসিস স্কট কি সেতুর একটি স্তম্ভে ধাক্কা মারে। এর ফলে ব্রিজটির একাংশ প্যাটাপস্কো নদীতে ভেঙে পড়ে। জাহাজের ২২ জন ভারতীয় ক্রু-সদস্য নিরাপদে আছেন বলে খবর। ডুবে যাওয়ার আগে জাহাজটির থেকে একটি আপৎকাল সঙ্কেত পাঠানো হয়। সেতুটি ভেঙে পড়ার আগেই দু’মিনিটের মধ্যে সেখানে চলাচলকারী সব যানবাহন আটকে দেওয়া হয়। তার ফলেই বড় রকমের বিপর্যয় এড়ানো গিয়েছে। মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর এ জন্য জাহাজের ক্রু সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন, ব্রিজটি মেরামতির জন্য তিনি মার্কিন কংগ্রেস থেকে অর্থ সাহায্য চাইবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *