BRAKING NEWS

২০০০ টাকার নোট প্রত্যাহার নিয়ে তোপ অভিষেকের

কলকাতা, ৩০ মে (হি. স.) : বাজার থেকে সব ২,০০০ টাকা নোট তুলে নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে দু’দিন আগেই আক্রমণ শানািয়েন তৃণমূল কংগ্রেসনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ খুললেন তৃণমেলর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পূর্ব মেদিনীপুরের জনসভায় অভিষেক ২০০০ টাকার নোট বাতিল নিয়ে কেন্দ্র করে নিশানা করেন । বলেন, “এদের বরাবর তুঘলকী সিদ্ধান্ত। কখনও নোটবাতিল, কখনও আবার লকডাউন। টাকা বদলাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে ১৪০ জন মারা গিয়েছে। এখন আবার নোটবন্দি। পালটানোর রাজনীতিতে বিশ্বাসী হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু দৃষ্টিভঙ্গি পালটায়নি।”

প্রসঙ্গত, টুইটে এই সিদ্ধান্তের সমালোচনায় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “তাহলে এটা ২০০০ টাকার ধমাকা ছিল না। এটা আসলে কোটি কোটি ভারতীয়কে কোটি কোটি টাকার ধোঁকা ছিল। এখনই সময়, সমস্ত ভাই বোনকে অনুরোধ করছি, আপনারা জেগে উঠুন। নোটবন্দি অর্থাৎ ডিমানিটাইজেশনের সময় আমরা যে অসুবিধার মুখোমুখি হয়েছিলাম তা ভোলার নয়। যারা এই পরিস্থিতির মধ্যে আমাদের ফেলেছিল, তাদের কখনও ক্ষমা করবেন না।” অভিষেক এ দিন ফের আক্রমণ করেন কেন্দ্রের বকেয়া প্রসঙ্গ তুলে। বিজেপি কর্মীদেরও এদিন নিশানা করেন অভিষেক। বললেন, “কোনও ভদ্রলোক বিজেপি করে না।” একহাত নেন বামেদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *