BRAKING NEWS

৩০ মাৰ্চ অসমের ছয় জেলায় বিশেষ টেট পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রী ডা. পেগুর

গুয়াহাটি, ৫ মার্চ (হি.স.) : আগামী ৩০ মাৰ্চ অসমের ছয়টি জেলায় বিশেষ টেট পরীক্ষার দিন ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু।

অসমের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু জানান, রাজ্যের ছয়টি তফশিলভুক্ত জেলার জন্য আগামী ৩০ মাৰ্চ শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা (টেট) অনুষ্ঠিত হবে। যে সব জেলায় টেট পরীক্ষা হবে সেগুলি কোকরাঝাড়, বাকসা, ওদালগুড়ি, ডিমা হাসাও, কারবি আংলং এবং পশ্চিম কারবি আংলং।

টেট-এর জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সে অনুযায়ী পরীক্ষাটি চলতি ২০২৩ সালের ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য অনলাইনে আবেদন প্রাপ্তি ৫ মার্চ থেকে শুরু হবে এবং জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ। ই-অ্যডমিট কার্ড ১৫ মার্চ থেকে জারি করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশেষ টেট বিশেষকরে এই ছয়টি তফশিলভুক্ত জেলাগুলির জন্য পরিচালিত হচ্ছে যাতে স্থানীয় জনগণের চাহিদা মেটে এবং তাঁদের আরও ভালো শিক্ষার সুযোগ প্রদান করা যায়।

তবে বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, যে কোনও অনিবার্য পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হতে পারে।

এদিকে, সরকারের এই পদক্ষেপকে বহু শিক্ষাপ্রেমী স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সরকারের এই পদক্ষেপে ওই সব এলাকায় শিক্ষার মান উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *