BRAKING NEWS

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷  ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস৷ আগরতলা কংগ্রেস ভবনের সামনে দিবসটি শহীদান দিবস হিসেবে পালিত হয়েছে৷ কংগ্রেস দলের পক্ষ থেকে রাজ্যের সর্বত্রই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৩ তম প্রয়াণ দিবস আজ রাজ্যেও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে৷ এটা উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে  পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এদিন মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস নেতা হরে কৃষ্ণ ভৌমিক বলেন সারা পৃথিবীতে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস টি শহীদান দিবস হিসেবে পালিত হচ্ছে৷ আজ থেকে ৭৩ বছর আগে সন্ত্রাসীরা জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল৷ তারা এখনো দেশ থেকে নির্মূল হয়ে যায়নি নতুনরূপে তারা আত্মপ্রকাশ করে চলেছে৷ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান তিনি৷ সারা দেশেই মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস টি শান্তি ও সম্প্রীতির আহবানে পালিত হচ্ছে৷ জাতির জনক মহাত্মা গান্ধী সারা দেশেই শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দিয়ে গেছেন৷ মহাত্মা গান্ধীর পথকে পাথেয় করেই কংগ্রেস দল শান্তি সংহতি ঐক্য ও অহিংসার নীতির পক্ষে বিদ্বেষের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ গান্ধীজী যে আদর্শ নিয়ে কাজ করেছিলেন  কংগ্রেস সেই আদর্শকেই ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে চায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *