BRAKING NEWS

প্রজাতন্ত্র দিবসের প্যারেডের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে চলছে কুচকাওয়াজের প্রস্তুতি৷  আগামী ২৬ শে জানুয়ারি মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে৷ এইবারের কুচকাওয়াজে আসাম রাইফেলস ময়দানে বেশ ১৬ টি প্লেটুন অংশ গ্রহণ করবে৷ মঙ্গলবার আসাম রাইফেলস ময়দানে তারই চূড়ান্ত প্রস্তুতি লক্ষ্য করা  গেছে৷ কুচকাওয়াজে অংশ গ্রহণকারী প্লেটুন গুলি একে এক মহড়ায় অংশ নেয়৷ আসাম রাইফেলস , বি এস এফ , টি এস আর সহ রাজ্য পুলিশের প্লেটুন এই কুচকাওয়াজে অংশ গ্রহণ করে৷ রয়েছে বেশ কয়েকটি  ব্যান্ড৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে আসাম রাইফেলস ময়দান ও তার প্রবেশ পথ৷
এদিকে, ২৬ জানুয়ারি ৭৪ তম প্রজাতন্ত্র দিবস৷ আর প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ইতিমধ্যে রাজধানীর বাজারে এসে গেছে বিভিন্ন ধরনের জাতীয় পতাকা৷ দোকানদাররা বিক্রয়ের উদ্দেশ্যে দোকানের সামনে সাজিয়ে রেখেছেন জাতীয় পতাকা গুলি৷ ছোট থেকে বড় বিভিন্ন  মাপের জাতীয় পতাকা রয়েছে৷ তবে দোকানদাররা জানান অন্যান্য বছরের ন্যায় বিক্রয় হচ্ছে না জাতীয় পতাকা৷ পতাকার পাশাপাশি অন্যান্য সামগ্রী রয়েছে৷  ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা মূল্যের জাতীয় পতাকা রয়েছে৷ ২৩ জানুয়ারী জাতীয় পতাকা তেমন বিক্রি হয়নি৷ তবে ২৬ জানুয়ারীর আগে বিক্রি ভাল হবে বলে আশা ব্যক্ত করেন বিক্রেতা৷
২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস৷ আর এই দিনটিকে সামনে রেখে সীমান্তবর্তি এলাকা গুলিতে নজরদারী বাড়িয়েছে বি এস এফ৷ চলছে ধারাবাহিক টহলদারী৷ সীমান্তের গেইট দিয়ে ভারতীয় ভুখন্ডে জাতায়েতকারীদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে৷ দিনে রাতে সীমান্ত প্রহড়ায় ব্যস্ত বি এস এফ জওয়ানেরা৷ রাজধানী সংলগ্ণ লঙ্কামুড়া সীমান্তবর্তি এলাকা গুলিতেও টহলদারীতে ব্যস্ত বি এস এফ৷ একই সঙ্গে নির্বাচন৷ তাই নির্বাচন ও প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এই টহলদারী চালানো হচ্ছে সীমান্ত এলাকা গুলিতে৷ এই সময়ে সীমান্ত এলাকা দিয়ে যাতে কোন ধরনের নাশকতা না ঘটাতে পারে তার জন্য তৎপর বি এস এফ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *